গত ২৪ জানুয়ারি বিশ্ব ব্যাপী মুক্তি পেয়েছে ‘স্কাই ফোর্স’। কিন্তু মুক্তির আগেই ৪ দেশে নিষিদ্ধ অক্ষয়ের নতুন এই ছবিটি। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমানে দেখা যাবে না ‘স্কাই ফোর্স’।
এর আগে হৃতিক রোশনের ‘ফাইটার’ ও অক্ষয় কুমারের ‘রুস্তম’ সিনেমা মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল।
‘স্কাই ফোর্স’ সিনেমাটিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন সারা আলী খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ আরও অনেকে
অনেকের দাবি, ‘স্কাই ফোর্স’ নাকি ভারত-পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও হাতিয়ার বানিয়েছে। সেই কারণেই এই নিষেধাজ্ঞা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের স্বাধীনতার সময় থেকে দুই দেশের বৈরিতা। সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না ওই অংশের দেশগুলো। তাই এই সিনেমা দেখানো সমীচীন মনে করছেন না তারা। এমনই জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
যদিও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধকরণ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সিনেসমালোচক এবং সিনেবিশেষজ্ঞেরা ছবি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন।
তাদের দাবি, “স্কাই ফোর্স’-এ নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়তাবাদ দেখানো হয়নি। সাম্প্রতিক কোনও হিন্দি ছবিতেই এই ধরনের কোনও বার্তা বা দৃশ্য দেখানো হয়নি। ফলে, পশ্চিম এশিয়ায় এই নিষেধাজ্ঞা বিরাট বিস্ময়।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা।