নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, ড. ইউনূসের হাত ধরেই বাংলাদেশ স্বচ্ছ নির্বাচন দেখতে পারবে।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম শেষে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা গুজব খুঁটির ওপর দাঁড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা করছে। তারা পাচার করা টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে দেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায়।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে তিনি বলেন, ‘আমরা মনে করি, এসব গুজব পাত্তা দিলে আমাদের শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। আমরা আমাদের জায়গা থেকে মানুষের স্বপ্ন ও স্পিরিটকে সামনে রেখে কাজ করে যাচ্ছি।’
সারজিস বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিল মেয়েরা। আগামীর বাংলাদেশ গড়তেও সামনের সারিতে থাকবে মেয়েরা। মেয়ে-ছেলে যাই বলি না কেন, দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জায়গা থেকে নিজের যা কাজ তা করা। তাই আগামীর বাংলাদেশ গড়তে সবার পাশাপাশি তরুণদের নিয়ে কাজ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা জজ আদালতের পিপি আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা নাজিম উদ্দিন প্রমুখ।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি ও সারজিস আলম পঞ্চগড় রেল স্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।
এ সময় নাসিমুল গনি বলেন, ‘শিগগিরই মানুষের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে পুলিশ। পুলিশের প্রতি (জনসাধারণের) ভয় কেটে যাবে। পুলিশ যাতে মানুষের সাথে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার।’
একইসাথে যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে, সেইসাথে পুলিশ বাহিনী পুর্নগঠনের কাজ চলছে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি