বিদেশী ক্লাবে খেলা বাংলাদেশ মহিলা দলের খেলোয়াড়দের তালিকা ক্রমশ: বাড়ছে। সাবিনা, ঋতু পর্না চাকমা, মিরোনা, কৃষ্ণা রানী সরকার, সুমাইয়া মাতসুসিমাররা খেলেছেন ভারত, মালদ্বীপ এবং ভুটানের ক্লাবে।
এতদিন বাংলাদেশী ফরোয়ার্ড ও মিডফিল্ডারদেরই বিদেশী খেলার প্রস্তাব হয়েছিল। এবার বাংলাদেশ দলের ডিফেন্ডার মাছুরা পারভীনও প্রস্তাব পেয়েছেন ভুটানের ক্লাবে খেলার। যদিও মাছুরা সেই ক্লাবের নাম উল্লেখ করেননি।
এদিকে ইউরোপের বলকান অঞ্চলের দেশ মেসিডোনিয়ায় খেলার প্রস্তাব পেয়েছিলেন সাবিনা খাতুন ও ঋতু পর্না। গত বছরই তাদের সেখানে যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত এই দু’ফুটবলারের আর যাওয়া হয়নি সার্বিয়া- বসনিয়ার পার্শ্ববর্তী এই দেশে। যে ক্লাবে খেলার কথা ছিল তাদের, সেই ক্লাব বাজেট সংকটে পড়েছিল। তাই আর ইউরোপে যাওয়া হয়নি সাবিনা ও ঋতুর। দু’ফুটবলারই এই তথ্য জানিয়েছেন।