ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পর্দায় সবসময় দর্শককে মাতিয়ে রাখেন এই অভিনেত্রী। বর্তমানে বাস্তবে একেবারেই ভিন্নভাবে দেখা গেল তাকে। পায়ে ব্যথার কারণে চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও হুইলচেয়ারকে সঙ্গী করে যোগ দিলেন ‘ছাভা’ সিনেমার প্রমোশনে।
গত বুধবার (২১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে হুইলচেয়ারের বসার জন্য এগিয়ে যাচ্ছেন রাশমিকা। এরপর সেই হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন তার টিমের এক সদস্য। সে সময় রাশমিকার পায়ে দেখা গেল অ্যাংকলেট, মাথায় কালো হ্যাট আর মুখে মাস্ক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চলতি মাসে জিম করতে গিয়ে পায়ে ব্যথা পান ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে রাশমিকার নতুন সিনেমা ‘ছাভা’র প্রচার। আগে থেকেই প্রচারের অংশ নেয়ার জন্য শিডিউল দেয়া ছিল এই নায়িকার। সে কথা রাখতেই হুইলচেয়ারে করে মুম্বাই থেকে হায়দ্রাবাদে সিনেমার প্রচারণায় অংশ নেন রাশমিকা।
আসন্ন সিনেমা ছাভা নিয়েও আশাবাদী এই দক্ষিণী অভিনেত্রী। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে মারাঠি সাম্রাজ্যের গল্প নিয়ে। রানি যশুবাইয়ের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।