spot_img

ভিনিসিয়ুসকে সৌদি ক্লাবের প্রস্তাবে অবাক ফুটবল দুনিয়া

অবশ্যই পরুন

ফুটবল দুনিয়ার ইতিহাসে যে প্রস্তাবটি এখন পর্যন্ত কেউ পাননি সেটিই পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ান তারকার সামনে রীতিমতো টাকার পাহাড় রেখেছে সৌদি আরবের ক্লাব আল আহলি। ক্লাবটি তাকে পেতে ৩৫ কোটি ডলার (৪ হাজার ২০০ কোটি টাকা) প্রস্তাব করেছে। শুনতে অবিশ্বাস্য হলেও এটিই সত্য। এমন লোভনীয় অফার কি ভিনিসিয়ুস লুফে নেবেন নাকি ছেড়ে দেবেন, তা এখন দেখার বিষয়। ভিনিসিয়ুস যদি এই প্রস্তাবে রাজি হন, তবে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

ভিনিসিয়ুসকে পেতে আল আহলি জোর চেষ্টা শুরু করলেও একই দৌড়ে কিন্তু আরও ক্লাব আছে। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর এবং নেইমারের ক্লাব আল হিলালও নাকি কিনতে চায় ব্রাজিলিয়ান তারকাকে। আপাতত অবশ্য এই দুই ক্লাবের চেয়ে বেশ এগিয়ে আছে আল আহলিই। যেখানে আন্তর্জাতিক তারকার মধ্যে রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ এবং ইভান টনিও খেলেন।

ভিনিসিয়ুসকে নিয়ে সৌদি ক্লাবের আগ্রহ এবারই প্রথম নয়। গত বছরের আগস্টেও তাঁকে পাওয়ার জন্য বড় অংকের প্রস্তাব এসেছিল। তবে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়ুস সেসব প্রস্তাবের দিকে ফিরেও তাকাননি। এর আগে ২০২৩ সালে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন ভিনি। নতুন চুক্তি অনুযায়ী ভিনিসিয়ুস রিয়ালে থাকবেন ২০২৭ সাল পর্যন্ত। তবে এর মধ্যে নতুন এই প্রস্তাবে আবারও নড়েচড়ে বসেছে ফুটবল দুনিয়া।

বিশাল অঙ্কের এই প্রস্তাবে অবশ্য মনোযোগ হারাচ্ছেন না ভিনিসিয়ুস। বরং সেসব ভুলে নিজের খেলাতেই মনোযোগ রাখতে চান তিনি। সম্প্রতি সালজবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে জোড়া গোল করেছেন ভিনি।

রিয়ালের ৫–১ গোলের জয়ের পর ভিনিসিয়ুস বলেছেন, ‘ আমার ভবিষ্যৎ? রিয়াল মাদ্রিদ।’ তিনি আরও যোগ করেন, ‘আমার পরবর্তী ধাপ হচ্ছে সব সময় নিজের উন্নতির বিষয়টা মাথায় রাখা এবং পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবটিকে সহায়তা করা। আমি এখানে আসার এবং অসাধারণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। এটাই আমার স্বপ্ন। আমি আরও বড় কিছু চিন্তা করতে চাই, দলের জার্সিতে আরও বেশি শিরোপা জিততে চাই।’

সর্বশেষ সংবাদ

উঠে দাঁড়াতেই পারছেন না রাশমিকা!

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পর্দায় সবসময় দর্শককে মাতিয়ে রাখেন এই অভিনেত্রী। বর্তমানে বাস্তবে একেবারেই ভিন্নভাবে দেখা গেল তাকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ