spot_img

ইউক্রেন চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত : ট্রাম্প

অবশ্যই পরুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানের জন্য চুক্তিতে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত। তারা থামতে চান। তিনি এমন একজন যিনি অনেক সৈন্য হারিয়েছেন এবং রাশিয়াও অনেক সৈন্য হারিয়েছে।’

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ’আমি মনে করি তার (পুতিন) একটি চুক্তি করা উচিত।’

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ’আমি জানি না।’

তিনি আরো বলেন, ’রাশিয়ার চুক্তি করা উচিত। তারা সম্ভবত একটি চুক্তি করতে চায়। আমি শুনেছি, পুতিন আমার সাথে দেখা করতে চান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব দেখা করব।’

প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে ’এখনই মীমাংসা’ করার আহ্বান জানানোর একদিন পর ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, চুক্তিতে পৌঁছাতে না পারলে রাশিয়ার ওপর উচ্চ ’কর, শুল্ক ও নিষেধাজ্ঞা’ আরোপ করা হবে।

ক্রেমলিন জানায়, ওয়াশিংটনের বক্তব্য তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদের মতো এবারো ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্মানজনক সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও অন্যান্য

সর্বশেষ সংবাদ

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে কি হাত মেলাবেন ক্রিকেটারেরা? যা জানালো আইসিসি

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ