spot_img

ঐশ্বরিয়ার প্রসব বেদনা নিয়ে পোস্ট, বিপাকে অমিতাভ!

অবশ্যই পরুন

বলিউডের বচ্চন পরিবারের ভেতরে কি ঘটছে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল গত বছর থেকেই। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন আদৌ একসঙ্গে থাকছেন কি না, তা নিয়ে প্রশ্ন সর্বমহলে। এরই মধ্যে অমিতাভ বচ্চনের এক পুরোনো পোস্ট নিয়ে আলোচনা সামাজিক মাধ্যমে। কারণ, সেই পোস্টে ঐশ্বরিয়ার প্রসব বেদনা প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি।

পোস্টটি ভাইরাল হওয়াতে বিতর্ক শুরু হয়েছে অমিতাভকে নিয়ে। পুত্রবধূকে নিয়ে কি এমন লিখেছিলেন বলিউড শাহেনশাহ, যে এত আলোচনা!

স্বাভাবিক ভাবেই মা হয়েছিলেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজের ইচ্ছেতেই সি-সেকশনে রাজি ছিলেন না তিনি। সেই প্রসঙ্গই উল্লেখ করে অমিতাভ লেখেন, ‘ঐশ্বরিয়ার নরমাল ডেলিভারি হয়েছিল। উঠেছিল প্রসব বেদনা। প্রায় দুই তিন ঘণ্টা ধরে চলেছিল সেই ব্যথা। ও সহ্য করেছিল। সি-সেকশন করেনি তা সত্ত্বেও। কোনো পেইন কিলারও নেয়নি।’

এর পরেই নেটিজেনদের একটি বড় অংশের অভিমত, সি-সেকশন অর্থাৎ সিজারিয়ান উপায়ে সন্তান হওয়াকে লঘু করে দেখছেন অমিতাভ। মন্তব্য ঘরে নিজেকে চিকিৎসক বলে দাবি করা এক ব্যক্তি লেখেন, ‘নরমাল ডেলিভারি বলে আদতে কিছু হয় না। হয় ভ্যাজাইনাল অথবা সিজারিয়ান। এর বাইরে কিচ্ছু নেই। দুটি ক্ষেত্রেই তা অসম্ভব বেদনাদায়ক।’ আরেকজন লেখেন, ‘সি-সেকশন সহজ ব্যাপার নয়। প্রতিটা স্তর কেটে সন্তানকে আনতে হয়। হাঁটাচলা করা সহজ হয় না।’

যদিও এই বিতর্ক প্রসঙ্গে অমিতাভকে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। ছেলের ঘরে একমাত্র নাতনি আরাধ্যা। তার সঙ্গে অমিতাভের সম্পর্ক বেশ মধুর। তবে বলিপাড়া সূত্রে খবর, বিগত কিছু দিন ধরেই আলাদা থাকছেন অভিষেক ও ঐশ্বরিয়া। শোনা যাচ্ছে মায়ের সঙ্গে থাকছে ছোট্ট আরাধ্যা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকেই।

সর্বশেষ সংবাদ

জাপানে মাহাথির মোহাম্মদকে জন্ম শতবার্ষিকীর আগাম শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগাম অভিনন্দন জানিয়েছেন।আগামী ১০...

এই বিভাগের অন্যান্য সংবাদ