spot_img

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

আদালত কক্ষে শুনানির ফাঁকে কাঠগড়ায় দাঁড়িয়ে কামাল মজুমদার তার আইনজীবীর কাছে চকলেট চেয়ে বসেন। পরে একজন আইনজীবী সাদা কাগজের ব্যাগে চকলেট আনলেও নিরাপত্তারক্ষীদের বাধার মুখে সেটি তখন দেওয়া সম্ভব হয়নি। তবে শুনানি শেষে হাজতখানায় ফেরার সময় তাকে চকলেট সরবরাহ করা হয় বলে জানা গেছে।

কামাল মজুমদারের আইনজীবী আল ইমরান (মুকুল) জানান, তার মক্কেলের চকলেট খুব প্রিয়, এবং মাঝে মাঝে তার সুগার লেভেল কমে যায়। এ কারণেই তিনি চকলেট চেয়েছিলেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, আদালতের অনুমতি ছাড়া আসামিকে কোনো খাবার সরবরাহ বেআইনি। এমন ঘটনা ঘটলে এটি আইনগতভাবে পর্যালোচনা করা উচিত।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক মিরপুর থানার দুটি হত্যা মামলায় কামাল মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, আদালতে হাজিরার সময় কামাল মজুমদার ও অন্যান্য আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আনা হয়। বিচারিক কার্যক্রম শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ