spot_img

এবার নায়িকার অনুরোধে বরফের ওপর ডিগবাজি জায়েদ খানের

অবশ্যই পরুন

ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। ‘ডিগবাজি’ দিয়ে নেটদুনিয়ায় ভাইরাল এই অভিনেতা। মূলত গেল বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যান তিনি আর সেটি পূরণ করেন একটি ডিগবাজি দিয়ে। এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে। এবার নায়িকার অনুরোধে যুক্তরাষ্ট্রে বরফের মাঝে ডিগবাজি দিলেন জায়েদ খান৷ বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই। একইসঙ্গে ঘটনার সময়কার একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন সামাজিকমাধ্যম ফেসবুকে।

এর ক্যাপশনে জায়েদ খান লেখেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের উপর ডিগবাজী দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজী দিয়ে ফেললো।

জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফে ডিগবাজি দেন জায়েন খান৷ এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। সামনে সাক্ষী হিসেবে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম।

একটি অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকাই শোবিজের এই তারকারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

নেপালের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে লড়াই করেও হেরে যায় অজি কন্যাদের কাছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ