spot_img

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (২১ জানুয়ারি) প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন।

মঙ্গলবার বিবিসির টুডে অনুষ্ঠানে অংশ নিয়ে রবার্ট উইলকি বলেন, পুতিন ট্রাম্পের আহ্বানে সাড়া না দিলে যুক্তরাষ্ট্র জ্বালানি শক্তি ব্যবহার করবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে এবং বৈশ্বিক তেলের বাজারে উপস্থিতি বাড়িয়ে তেলের দাম কমিয়ে রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর ধরে চললেও ট্রাম্প নির্বাচনের সময়ই এই যুদ্ধ মাত্র ২৪ ঘণ্টায় থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় বসার পর তিনি এ বিষয়ে বিশেষ প্রতিনিধি নিয়োগ করেছেন এবং একটি শান্তি চুক্তির উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন।

তবে বিশ্লেষকেরা মনে করছেন, মস্কো ও কিয়েভের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে আরও সময় লাগতে পারে। যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় সরকারি কর্মচারীদের বহুবিবাহ নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি

ইন্দোনেশিয়ার জাকার্তার সরকারি পুরুষ কর্মচারীদের জন্য বহুবিবাহ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিতর্কের জেরে বহুবিবাহকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি...

এই বিভাগের অন্যান্য সংবাদ