আগামী ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আমরা ২৫ জেলায় আড়াই হাজার গায়েবি বা রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত করেছি, যা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, ৩৩২টি স্পিচ অফেন্স বিচারাধীন মামলা আছে। ১১৩টি মামলা প্রত্যাহার হয়েছে ইতোমধ্যে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্সের সব মামলা বাতিল করা হবে।
আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার বা সংশোধনের কাজ করছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এটা নিয়ে আরও কাজ করছে তারা। এরপর সিদ্ধান্ত হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল আরও বলেন, ৫ আগস্টের আগের এবং পরের গায়েবি মামলার মধ্যে অনেক তফাত রয়েছে। আগের মামলাগুলো করেছে তৎকালীন সরকার আর পরের মামলাগুলো করেছে সাধারণ মানুষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে, এই মামলাগুলো হলে প্রমাণ পাওয়ার আগে কাউকে যেন গ্রেপ্তার না করে।