যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার আদেশ অন্যতম। আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘ওহহ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ।’
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এত দিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অন্যায্য পরিমাণ অর্থ প্রদান করেছে। দীর্ঘদিন ধরে সংস্থাটির সমালোচক ট্রাম্প এর আগেও ২০২০ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন।
সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডব্লিউএইচওর কার্যক্রম নিয়ে ট্রাম্প প্রশাসনের অসন্তোষের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালের জুলাইয়ে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার সময় ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা হয়েছিল। এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরও একই সিদ্ধান্ত বহাল রাখলেন ট্রাম্প।