spot_img

১৮ জেলায় গয়নার দোকানে ভ্যাট মেশিন বসানোর সিদ্ধান্ত

অবশ্যই পরুন

রাজস্ব আদায় বাড়াতে ঢাকাসহ ১৮টি জেলার গয়নার দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে জুয়েলারি দোকানগুলোর তালিকা সংগ্রহের জন্য গত রোববার জুয়েলার্স সমিতিকে চিঠি দিয়েছে এনবিআর।

এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল স্বাক্ষরিত চিঠিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, চট্টগ্রামসহ ১৮টি জেলার বাজার ও দোকানের তালিকা চাওয়া হয়েছে। পুরো তালিকা একবারে না দিতে পারলে আংশিকভাবে দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

চলতি মাসের শুরুতে এনবিআর ও জুয়েলার্স সমিতির মধ্যে এক বৈঠকে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা হয়। সেখানে ভ্যাট নিবন্ধনহীন জুয়েলারি প্রতিষ্ঠানের নিবন্ধন, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানায় জুয়েলার্স সমিতি। এনবিআর থেকে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।

২৩ জানুয়ারি এ বিষয়ে একটি সচেতনতামূলক অনলাইন সভার আয়োজন করবে এনবিআর। এরপর নির্ধারিত এলাকায় ইএফডি স্থাপনে মাঠপর্যায়ে কাজ শুরু করবে জেনেক্স ইনফোসিস।

এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের গয়নার দোকানগুলোতে ভ্যাট আদায় কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মেসির শিক্ষার অভাব আছে: বাউতিস্তা

মেসির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা। তিনি বলেন, খেলোয়াড় হিসেবে আমি তোমার (মেসি) প্রশংসা করি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ