spot_img

আমি সুগার মাম্মি হতে চাই : সুবাহ

অবশ্যই পরুন

আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। একসময়ে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন। সেই ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে বর্তমানে অভিনয় ও গান নিয়েই ব্যস্ততা তার। এরইমধ্যে কয়েকদিন হলো মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম।’

সম্প্রতি গানটি নিয়ে একটি প্রেসমিট অনুষ্ঠান হয়। সেখানে গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। এ সময় তিনি জানান, ভবিষ্যতে সুগার মাম্মি হতে চান! এ অভিনেত্রী বলেন, আমি ৪০ বয়স পার হলে সুগার মাম্মি হতে চাই। এ জন্য যারা সুগার মাম্মির ছেলে হতে চান, তারা চল্লিশের পর বুক দিতে পারেন বলেও মজা করেন সুবাহ।

এদিকে অভিনেত্রী সুবাহর এমন খোলামেলা মন্তব্য বেশ আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন নেটিজেনরা, আবার অনেকেই তার এ মন্তব্য নিয়ে চর্চা করছেন। কেউ কেউ বলছেন, সাহসী বক্তব্যের মাধ্যমে ফের নিজেকে জীবন নিয়ে বরাবরই সৎ ও অকপটে প্রমাণ করলেন তিনি।

সুবাহর সিনেমায় যাত্রা শুরু হয় ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়ক শিপন মিত্র। তবে দর্শকমহলে সবচেয়ে আলোচনায় ছিলেন সাবেক ক্রিকেটার নাসিরের প্রেমিকা হিসেবে।

সোশ্যাল মিডিয়ায় প্রেম-বিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছিল। এরপরই গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ফের আলোচনার জন্ম দিয়েছিলেন সুবাহ। কেননা, সেই সম্পর্কও বেশিদিন টিকেনি।

সর্বশেষ সংবাদ

ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

খাদ্য মন্ত্রণালয়েরর পাশাপাশি এখন থেকে ভূমি মন্ত্রণালয়ও সামলাবেন আলী ইমাম মজুমদার। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ভূমি উপদেষ্টার দায়িত্ব পালন...

এই বিভাগের অন্যান্য সংবাদ