spot_img

বন্ধ সরকারি পাটকল সারের গুদাম হিসেবে ব্যবহার করবে সরকার: কৃষি সচিব

অবশ্যই পরুন

বন্ধ সরকারি পাটকলগুলোকে সারের গুদাম হিসেবে অন্তর্বর্তী সরকার ব্যবহার করবে বলে জানিয়েছেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। আজ সোমবার (২০ জানুয়ারি) প্রেস ইনিস্টিউটে কৃষি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে প্রতি বছর ২০-২২ হাজার কোটি টাকার সার আমদানি করলেও এখন পর্যন্ত কোনো সরকারি গুদাম নেই। এতে সংরক্ষণের অভাবে সঠিক সময়ে সার বিতরণ করা সম্ভব হয় না। যার নেতিবাচক প্রভাব পড়ে কৃষি খাতে। এসব সমস্যা নিয়ে সরকার নতুন করে পরিকল্পনা নিচ্ছে।

তিনি আরও বলেন, মৌসুম ছাড়া সময়ে সুবিধাজনক দামে সার আমদানি করে গুদামজাত করবে সরকার। পাটকল করপোরেশনের অধীনে পাটকলগুলো অনেকগুলো বন্ধ রয়েছে। যা লিজ দেয়ার চিন্তা সরকারের। এ মিলগুলোই কৃষি মন্ত্রণালয় লিজ নিয়ে সার মজুদ করবে। এতে সরকারের দুই মন্ত্রণালয় লাভবান হবে বলেও জানান কৃষি সচিব।

সর্বশেষ সংবাদ

আমি সুগার মাম্মি হতে চাই : সুবাহ

আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। একসময়ে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন। সেই ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে বর্তমানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ