spot_img

জানুয়ারির পর অবৈধ বিদেশিরা বাংলাদেশে থাকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

আগে বাংলাদেশে ৪৯ হাজার ২২৬ জন অবৈধ বিদেশি থাকলেও এখন সংখ্যাটা ৩৩ হাজার ৬৪৮ জন। তারা ৩১ জানুয়ারির পর আর বাংলাদেশে অবৈধভাবে থাকতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তাদের (অবৈধভাবে বসবাসকারীদের) সময়সীমা বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে বাস করা নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন...

এই বিভাগের অন্যান্য সংবাদ