নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়াকেও হারানোর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন সুমাইয়ারা। ১০০ রানের কম লক্ষ্য তাড়া করে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাগে পেয়েও তাদের হারাতে পারল না। শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অজিরা।
মালয়েশিয়ার বাঙ্গিতে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাটিং নামে বাংলাদেশের মেয়েরা। পুরো ইনিংসেই থিতু হতে পারেনি বাংলাদেশের ব্যাটিং। দুইজন ছাড়া বাংলাদেশের কোন ব্যাটার ছুঁতে পারেননি দুই অংক।
স্কোরবোর্ডে রান কম হলে সেই ম্যাচ জিততে বোলারদের ওপর স্বাভাবিকভাবে চাপ থাকে বেশি। মালয়েশিয়ার বাঙ্গির ইউকেএম ক্রিকেট ওভালে আজ ৯২ রানের লক্ষ্য ডিফেন্ড করতে বাংলাদেশের বোলাররা এর চেয়ে আর বেশি কী করতে পারতেন! ম্যাচ যতই এগিয়েছে, ততই ছড়িয়েছে রোমাঞ্চ। শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া পেয়েছে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়।
মালয়েশিয়ার বাঙ্গির ইউকেএম ক্রিকেট ওভালে আজ ৯২ রানের লক্ষ্যে ৩ ওভারে ১ উইকেটে ২৬ রান করে অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারের শেষ বলে অজি ওপেনার ইনেস ম্যাকিওন রান আউটের ফাঁদে পড়েছেন। ৯ বলে ১৪ রান করেছেন ম্যাকিওন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়ার ওপেনার লাকি হ্যামিল্টন। ওপেনার কেটি পেল ও হ্যামিল্টন দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৪ রান। অষ্টম ওভারের শেষ বলে পেলকে ফিরিয়ে জুটি ভাঙেন জান্নাতুল মাওয়া।
দুই ওপেনার ফেরার পরই অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরে। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকা অজিদের স্কোর ১৭.৩ ওভারে ৮ উইকেটে ৮৬ রানে পরিণত হয়। যেখানে ৩৬ রানের ব্যবধানে পড়েছে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট। হাতে ২ উইকেট
নিয়ে ১৫ বলে ৬ রানের পথও তখন অনেক কঠিন মনে হচ্ছিল। শেষ পর্যন্ত অজিরা ৪ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে।
অস্ট্রেলিয়ার ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন হ্যামিল্টন। অস্ট্রেলিয়ার অধিনায়ক ৩৫ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। বাংলাদেশের জান্নাতুল মাওয়া ৪ ওভারে ১৫ রানে পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নিশিতা আকতার নিশি, মোসাম্মৎ আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম পিংকি।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হ্যামিল্টন। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন আফিয়া আশিমা ইরা। সাত নম্বরে নেমে ৩৪ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মারেন তিনি। অস্ট্রেলিয়ার টেগান উইলিয়ামসন, ইলিয়ানর লারোসা, কাওমি ব্রে পেয়েছেন দুটি করে উইকেট।