spot_img

জ্যোতিদের উড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা

অবশ্যই পরুন

নিগার সুলতানা জ্যোতি বাহিনী প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করে ১৯৯ রান। এই রান তুলতে খরচ করতে হয় ৯ উইকেট। ফলে ওয়েস্ট ইন্ডিজের মেয়ের টার্গেট দাঁড়ায় ২০০। জ্যোতি বাহিনীর কষ্টার্জিত রানকে ৩১.৪ ওভারেই উড়িয়ে দিয়েছে স্বাগতিক দল। আর উইকেট খরচ করেছে মাত্র একটি।

সেন্ট কিটসে সোমবার (২০ জানুয়ারি) আইসিসি চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১.৪ ওভারে ৯ উইকেটে জিতেছে স্বাগতিক দল। ফলে কঠিন হলো ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি টিকিটের বিষয়টি। সরাসরি টিকিটের জন্য আরও ৩ পয়েন্ট লাগবে টাইগ্রেসদের।

চ্যাম্পিয়নশিপ টেবিলে ১০ দলের মধ্যে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্থান এখন ৭ নম্বরে। স্বাগতিক ভারত ছাড়া এখান থেকে শীর্ষ ৫টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে। বাকিদের খেলতে হবে বাছাইপর্ব।

৯৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন হেইলি ম্যাথুস। তার ইনিংসটি সাজানো ১৬টি চারে। আরেক ওপেনার কিয়ানা জোসেফ ৭৯ বলে ৭০ রান। তার উইকেটটি নেন রাবেয়া খান। ওয়ানডাউনে নামা শেমাইন ক্যাম্পবেল অপরাজিত থাকেন ১৪ রান করে।

এর আগে ফারজানা হক ও মুর্শিদা খাতুনের ব্যাটে ২৫ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশ।

নিগার সুলতানা টেস্ট মেজাজে ৪৪ বলে ১৪ রান করে আউট হন। শারমিন আক্তার করেন ৪২। এরপর ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। স্বর্ণা ২৯ করে ফিরলে ৯ উইকেটে ১৯৮ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। ডটিন নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান ম্যাথুস ও আলিয়া আলেনে।

সর্বশেষ সংবাদ

জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি

এই কমিশন রঙবিহীন, চেহারাহীন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম...

এই বিভাগের অন্যান্য সংবাদ