spot_img

সিটির বড় জয়ের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হার

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে মাঠে নেমেছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানসচেস্টার সিটি। রোববার (১৯ জানুয়ারি) রাতে ইপ্সউইচের মাঠে খেলতে নেমে ৬-০ গোলের বিশাল জয় পায় সিটি। অপরদিকে, নিজেদের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে ইউনাইটেড।

ম্যাচে ইপ্সউইচকে গোল বন্যায় ভাসায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২৭তম মিনিটে ফিল ফোডেনের পায়ে লিড নেয় তারা। তিন মিনিটের মাথায় মাতেও কোভাচিচের গোলে ব্যবধান দ্বিগুণ করে দ্য ব্লুজ। ৪২ মিনিটে ফোডেনের দ্বিতীয় গোলে প্রথমার্ধে ৩-০ লিড নেয় সিটি।

দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে জেরোমি ডোকুর গোলে ব্যবধান বাড়ে ৪-০ তে। এরপর ৫৭ মিনিটে ডোকুর অ্যাসিস্টে গোলের দেখা পান আর্লিং হালান্ড। ৬৯ মিনিটে জেরোমি ম্যাকাটির গোলে ইপ্সউইচের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় সিটি। ৬-০ গোলের বিশাল জয়ে নিউক্যাসলের সমান পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে এখন গার্দিওলা শিষ্যরা।

অপরদিকে, সিটির জয়ের রাতে ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে হতাশার সাগরে ডুবেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৫ মিনিটেই ইয়ানকুবা মিন্তের গোলে এগিয়ে যায় ব্রাইটন। ইয়োশুয়া জির্কজি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ম্যান ইউ। ২৩ মিনিটে ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে অল রেড। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে কাওরু মিতোমা গোল করলে আরও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ৭৬ মিনিটে জর্জিনি রাটার গোল ম্যাচ থেকে একেবারেই ছিটকে দেয় ইউনাইটেডকে। ছন্নছাড়া পারফরমেন্সে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রুবেন আমোরিম শিষ্যদের।

সর্বশেষ সংবাদ

দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের

আজ ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ