দক্ষিণের সিনেমা থেকে বলিউড পর্যন্ত তামান্না ভাটিয়া নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তিনি যে সিরিজে অভিনয় করে ঝড় তুলেছিলেন সেই সিরিজের নাম ছিল ‘লাস্ট’। তবে, একসময় ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে আগ্রহী ছিলেন না তামান্না। এমনকি তিনি শর্ত দিয়েছিলেন, কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করবেন না। কিন্তু এই সিরিজে এক চুমু দৃশ্যে অভিনয় করে স্বেচ্ছায় সেই শর্তটি ভাঙেন তিনি।
এই প্রথম এতদিনের শর্ত ভেঙেছেন তামান্না। অনস্ক্রিন চুমু না খাওয়ার যে সংকল্প করেছিলেন বিজয় বর্মার সঙ্গে সেই চুক্তি ভেঙেছেন নিজের ইচ্ছেতেই। তিনি বলেন, আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে এসব দৃশ্য দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম।
তিনি আরও জানান, ক্যারিয়ারের দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হতো আমাকে। আমার কোনো ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি।
তামান্নার মতে, এটি ছিল তার কাছে একটি সামাজিক ট্যাবু, তবে এখন তিনি ওই ধারণা থেকে বেরিয়ে এসে শিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করতে প্রস্তুত।
বর্তমানে, তামান্না ভাটিয়া সিনেপাড়ায় এক হট কুইন হিসেবে পরিচিত। একসময় যেখানে তিনি বোল্ড দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানে এখন তিনি নতুন ধরনের চরিত্রে অভিনয় করছেন।