spot_img

শুটিং নিয়ে বেফাঁস মন্তব্য ঊর্মিলার

অবশ্যই পরুন

অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। রাম গোপাল বর্মার সিনেমা ‘সত্য’ ২৬ বছর পর গত ১৭ জানুয়ারি আবারও মুক্তি পায়। ছবির পুরো টিম যে কারণে একত্রিত হয়েছিল। ছবিটি নিয়ে বেশ কিছু মজার গল্পও শেয়ার করেছিলেন ঊর্মিলা। ডিজাইনার মণীশ মালহোত্রা এই সিনেমার পর তাঁর উপর রাগে চিৎকার করেছিলেন। কারণ, তিনি সিনেমায় যে শাড়ি পরেছিলেন, তার আসল দাম বলে ফেলেছিলেন ক্যামেরার সামনে।

‘রেডিও নাশা’-র সঙ্গে একটি সাক্ষাৎকারে ঊর্মিলা বলেন, মণীশ মালহোত্রা তাঁর উপর চিৎকার করেছিলেন একটি ঘটনায়। বলেন, এই শাড়ির দাম বলার কি কোনও দরকার ছিল? সেই ঘটনার কথা তুলে ধরে ঊর্মিলা বলেন, ‘রঙ্গিলার পর আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে এই সস্তা শাড়িগুলো কিনতাম। তাই একবার একটি সাক্ষাৎকারে একজন সাংবাদিক আমাকে আমার রূপ নিয়ে বেশ কিছু জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছিলাম, আপনারা কেন আমার চেহারা দেখে এত মুগ্ধ? আমি ৫০০ টাকার শাড়ি পরি।’

ঊর্মিলা আরও বলেন, ‘হঠাৎ একটা ফোন আসে। তখন মোবাইল ছিল না। চিৎকার করে কেউ একজন আমায় বলেন, তুমি ৫০০ টাকা দামের শাড়ির কথা কেন বললে? এটা বলার কি কোনও দরকার ছিল?’

ঊর্মিলা বলেন, তিনি সেই সময়ের (১৯৯৮ সাল) চলচ্চিত্র সমালোচকদের উপর রেগে গিয়েছিলেন। কারণ, তাঁরা কেবল গ্ল্যামারাস হওয়ার বিষয়ে কথা বলতেন।

ঊর্মিলার কথায়, ‘আমার একটা ঘটনা মনে আছে। আমি একবার শেফালি শাহ এবং মনোজ বাজপেয়ীর সঙ্গে দুপুরে খাবার খেতে গিয়েছিলাম। সেখানে কিছু লোক লাইট এবং ক্যামেরা সেট করার চেষ্টা করছিলেন। আমি ভাবলাম, এঁরা কীভাবে এগুলো জানল?’ অভিনেত্রীর কথায়, এই মানুষগুলো শুধুই গ্ল্যামারের পিছনে ছোটে।

সর্বশেষ সংবাদ

গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে না জড়ানোর আহ্বান

সম্প্রতি গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ