spot_img

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কাটবে: রাশিয়ার রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন ঢাকার রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।

আজ রোববার (১৯ জানুয়ারি) দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের তিনি জানান, অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল। সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা নিয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত জানান, দ্রুতই এর সমাধান হবে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া। এই বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে আশা প্রকাশ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

এসময় রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান আলেক্সান্ডার জি খোজিন।

সর্বশেষ সংবাদ

পাহাড় নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ আর খেলতে চাই না: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পাহাড় কাটা নিয়ে আমি টম অ্যান্ড জেরি আর খেলতে চাই না’।...

এই বিভাগের অন্যান্য সংবাদ