spot_img

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন, গাজায় অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

অবশ্যই পরুন

গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির শর্ত না মানায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, “যতক্ষণ হামাস তার দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হবে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, হামাস জিম্মিদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও আইডিএফকে তা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হামাস দাবি করেছে, “প্রযুক্তিগত কারণে” তারা জিম্মিদের তালিকা প্রকাশে দেরি করছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী, প্রথম দিনেই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় হামাস। তবে শর্ত না মানার অভিযোগে চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

পাহাড় নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ আর খেলতে চাই না: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পাহাড় কাটা নিয়ে আমি টম অ্যান্ড জেরি আর খেলতে চাই না’।...

এই বিভাগের অন্যান্য সংবাদ