spot_img

শপথের পূর্বে ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্পবিরোধী বিক্ষোভ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পূর্বে ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করলো হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের বেশিভাগই নারী। রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কয়েকটি গ্রুপের একটি জোট এই বিক্ষোভের আয়োজক। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তারা ‘ট্রাম্পিজম’-এর বিরুদ্ধে আন্দোলন করছে। এদিকে, নিউইয়র্ক ও সিয়াটলেও ট্রাম্পবিরোধী ছোটখাটো প্রতিবাদ হয়েছে বলে জানা গেছে।

এসব প্রতিবাদ র‍্যালি এমন সময় হলো যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করতে দেশটির রাজধানীতে এসে পৌঁছেছেন।শপথের আগেও বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেয়ার কথা রয়েছে ট্রাম্পের।

তবে ওয়াশিংটন ডিসিতে শনিবারের এই পিপলস মার্চের অংশগ্রহণকারীর সংখ্যা আগের চেয়ে কম। আয়োজকরা ৫০ হাজার মানুষের অংশগ্রহণ আশা করলেও জমায়েত হয় পাঁচ হাজারের মতো।

লিঙ্কন মেমোরিয়ালের দিকে যাত্রা শুরুর আগে প্রতিবাদকারীরা তিনটি পার্কে জমায়েত হয়। যারা এই কর্মসূচির আয়োজন করে, তারা বিভিন্ন ইস্যুভিত্তিক বিষয়ে কাজ করে। এর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও নারী অধিকার।

এদিকে, স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) ওয়াশিংটন মনুমেন্টের সাথে জমায়েত হয়েছিল একদল ট্রাম্প সমর্থকও। সেখানে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা হ্যাট পরিহিত একজনকে উদ্দেশে করে পিপলস মার্চের একজন নেতা বলেছেন, ‘নো ট্রাম্প, নো কেকেকে।’ ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথমবারের মতো পিপলস মার্চ অনুষ্ঠিত হয়। নারীরা তখন ট্রাম্পের শপথ গ্রহণের পরদিন প্রতিবাদ কর্মসূচি দিয়েছিল যাতে হাজার হাজার মানুষ অংশ নেয়।

সর্বশেষ সংবাদ

ভারতের সাথে নতুন চুক্তি নেপাল-বাংলাদেশ বাণিজ্য কতটা সহজ করবে

নেপাল ও বাংলাদেশের মধ্যে সড়কপথে বাণিজ্য কার্যক্রম বাড়াতে ও সহজতর করতে দিল্লি এবং কাঠমান্ডুর ঊর্ধ্বতন বাণিজ্যিক কর্মকর্তারা সম্মত হয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ