spot_img

গাজায় ইউনিসেফের ১৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত

অবশ্যই পরুন

গাজায় বিতরণের জন্য ইউনিসেফের ১৩০০ ট্রাক ত্রাণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটির মুখপাত্র রোজালিয়া বোলেন। শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য জানায়।

গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবির থেকে বোলেন বলেন, আমাদের ১,৩০০ ট্রাক পণ্য আনার ব্যবস্থা আছে। এরপর আরো ৭০০ ট্রাক পণ্য অল্প সময়েই নিয়ে আসা যাবে। তিনি আরো বলেন, এসব কেবল আমরা একা ব্যবস্থা করিনি। বরং এক্ষেত্রে অন্যান্য মানবিক কর্মীরাও আমাদের সরবরাহ করেছে।

তিনি আরও বলেন, ট্রাকগুলোর মধ্যে খাবার পানি, হাইজিন কিট, স্যানিটেশন কিট, স্বাস্থ্যবিধি কিট এবং নবজাতকের যত্নের জন্য স্বাস্থ্যকর জিনিসপত্র রয়েছে।

ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম পর্যায় শুরু হওয়ার পর গাজার কোন ক্রসিং খোলা থাকবে এবং কখন প্রতিদিন ৬০০ ট্রাক সেখানে প্রবেশের অনুমতি দেয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

সাহায্য দলের সামনে আরেকটি চ্যালেঞ্জ হল লুটপাটের সম্ভাবনা, যা ইউনিসেফ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলির জন্য গভীর উদ্বেগের বলে মন্তব্য করেছেন বোলেন।

সর্বশেষ সংবাদ

লাস পালমাসকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ