ভয়াবহ দাবানলের ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার শহর লস অ্যাঞ্জেলস। আগুনের তীব্রতায় ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বাসিন্দারা। কেউ হারিয়েছেন ঘর, তো কেউ হারিয়েছেন প্রাণ। হারানোর তালিকায় আছে সাবেক টেনিস তারকার অর্জনও। ঘরবাড়ি ঠিক থাকলেও টেনিস ক্যারিয়ারে জেতা ১৭টি ট্রফিসহ ব্যক্তিগত গাড়ি চুরি হয়েছে পাম শ্রাইভারের।
দাবানলের মাঝে নিজ বাড়ি ছেড়ে নিরাপদে সরে যান এই ৬২ বছর বয়সী এই টেনিস তারকা। ফিরে এসে দেখেন চুরি হয়েছে ১৭টি গুরুত্বপূর্ণ ট্রফি। তাতেই ডুবেছেন হতাশার সাগরে।
১৯৭৯ থেকে ১৯৯৭, দীর্ঘ ১৮ বছর পেশাদার টেনিস খেলেছেন শ্রাইভার। সর্বকালের অন্যতম ডাবলস খেলোয়াড় হিসেবেও সুনাম আছে এই টেনিস তারকার। ক্যারিয়ারজুড়ে আছে অসংখ্য কীর্তি। ২১ বার গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি আছে অলিম্পিক স্বর্ণ।
শ্রাইভার ১০ বার চ্যাম্পিয়ন হয়েছেন ট্যুর ফাইনালে। দুই বার ফেড কাপজয়ী আমেরিকা দলের সদস্য ছিলেন তিনি। যেখানে খেলা ২০ ম্যাচের ১৯টিতেই জয় আছে সাবেক এই টেনিস তারকার।
এছাড়া ২০০২ সালে ‘টেনিস হল অফ ফেম’ পুরস্কার দেয়া হয়। টেনিস কোর্টে এমন সব রেকর্ড গড়া এই খেলোয়াড়ের স্মৃতিবিজরিত অনেক ট্রফি এখন নেই শোকেসে।
প্রসঙ্গত, দাবানলের কারণে শহরের বেশিরভাগ অংশই বিপর্যস্ত। এর মাঝে বেড়েছে চুরি-ডাকাতি; যার শিকার হলেন সাবেক টেনিস তারকাও।