spot_img

আবারো হোটচ খেল বার্সেলোনা

অবশ্যই পরুন

ফের মলিন বার্সা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে উড়তে থাকা কাতালানরা ছন্দ হারিয়েছে লা লিগায় এসে। টেবিলের তলানির দিকের দল গেতাফের বিপক্ষে এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে তারা।

চলতি বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচে শনিবার (১৮ জানুয়ারি) রাতে গেতাফের মুখোমুখি হয় বার্সেলোনা। যেখানে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে তারা। জুল কুন্দের গোলে এগিয়ে গেলেও পর মুহূর্তে পয়েন্ট হারিয়েছে বার্সা।

লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারালো হান্সি ফ্লিকের দল; যেখানে তাদের হার চারটি ও ড্র তিনটি। বিপরীতে জয় মাত্র একটি। ফলে শীর্ষস্থানে থাকা আথলেটিকো মাদ্রিদের সাথে বাড়ছে ব্যবধান।

২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। আর বার্সার সমান ২০ ম্যাচে আথলেটিকোর পয়েন্ট ৪৪।

এইদিন পুরো ম্যাচে প্রায় ৭৮ শতাংশ সময় পজিশন ধরে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। তবে তার মধ্য থেকে গোল আসে মাত্র একটা। অন্যদিকে গেতাফের ৯ শটের ৪টি মাত্র লক্ষ্যে ছিল।

নবম মিনিটেই এগিয়ে যায় বার্সা। পেদ্রির পাস থেকে কুন্দের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল বের করে নিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার।

বার্সা আরেকটি ভালো সুযোগ পায় পঞ্চদশ মিনিটে। এবার আলেহান্দ্রো বাল্দের শট লক্ষ্যে থাকেনি। আর ৩৩তম মিনিটে লামিনে ইয়ামালের ক্রসে দূরের পোস্টে রাফিনিয়ার হেডে বল পাশের জালে লাগে।

খেলার ধারার বিপরীতে ৩৫তম মিনিটেই সমতায় ফেরে গেতাফে। বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া প্রথমে এক হাতে ফেরালেও, কাছেই থাকা আরামবারির পায়ে লেগে জালে জড়ায় বল।

১-১ সমতার পর দুই দল এগিয়ে যাবার চেষ্টায় কমতি রাখেনি। যেখানে আক্ষেপ বেশি বার্সার। রাফিনিয়া, লামিন ইয়ামাল, লেভানডফস্কিদের একের পর এক আক্রমণ ব্যর্থ হয়ে যায়। মেলেনি আর কাঙ্খিত গোল।

সর্বশেষ সংবাদ

দাবানলের সুযোগে লুটপাটের শিকার সাবেক টেনিস তারকা

ভয়াবহ দাবানলের ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার শহর লস অ্যাঞ্জেলস। আগুনের তীব্রতায় ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বাসিন্দারা। কেউ হারিয়েছেন ঘর,...

এই বিভাগের অন্যান্য সংবাদ