spot_img

জানুন ব্রণের চিকিৎসায় ঘরোয়া পদ্ধতি

অবশ্যই পরুন

ব্রণ ত্বকের জন্য খুবই কমন একটি সমস্যা। অতিরিক্ত  ধুলাবালি, দূষণ, অতিরিক্ত তৈলাক্ত ত্বক ব্রণের সমস্যা সৃষ্টির অন্যতম কারণ। তবে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার কারনেও অনেকের ব্রণ হয়ে থাকে।

ছেলে এবং মেয়ে উভয়ই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। অতিরিক্ত ব্রণের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

তবে কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ঘরোয়া উপায়ে তৈরী ফেইসপ্যাক,টোনার ব্রণের জন্য অত্যন্ত কার্যকরী সমাধান দিতে সক্ষম।

তুলসীর ফেইসপ্যাক: তুলসী পাতার মিহি পেস্ট তৈরি করে এতে এক চা চামচ টক দই যোগ করুন। এটি এক সঙ্গে মেশান এবং মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তুলসী অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল হিসেবে ত্বকের জন্য কাজ করে।ত্বকের যত্নের জন্য এটি একটি দুর্দান্ত প্রাকৃতিক উপাদান।

টি ট্রি অয়েল: টি ট্রি অয়েল ত্বকের ব্রণের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী। এই তেলে রয়েছে অ্যান্টি-মাইক্রোবায়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা ত্বকের দাগ-ছোপ দূর করতে সাহায্য করে।

একটি কটন প্যাড নরমাল পানিতে ভিজিয়ে নিয়ে এতে ১/২ ফোঁটা টি ট্রি অয়েল নিন। এবার এই অয়েল আপনার ব্রণের এড়িয়াতে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর মুখ ফেইসওয়াশ দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এভাবে সপ্তাহে ২/৩ দিন ব্যবহারে ব্রণের সমস্যা অনেকাংশে কমে যাবে।

চন্দন ফেইসপ্যাক: চন্দনের রয়েছে অনেক গুণ।রূপচর্চায় যুগ যুগ ধরে নারীরা এটি ব্যবহার করে আসছে। ত্বক ভালো রাখতে এটি বিশেষভাবে কার্যকরী। ব্রণের সমস্যা দূর করতে চাইলে চন্দন ব্যবহার করতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ দূর করতে সাহায্য করবে। চন্দনের সাথে সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এটি মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করুন।এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নিমপাতার ফেইসপ্যাক: নিমপাতা নানা ধরণের সংক্রমণ রোধে কাজ করে। নিমপাতার গুড়া এবং মধুর মিশ্রণে পেস্ট তৈরি করে ব্রণে লাগান। পেস্ট শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণের সমস্যা অনেকাংশে কমে যাবে।

সর্বশেষ সংবাদ

আবারো হোটচ খেল বার্সেলোনা

ফের মলিন বার্সা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে উড়তে থাকা কাতালানরা ছন্দ হারিয়েছে লা লিগায় এসে। টেবিলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ