spot_img

নবীন উদ্যোক্তাদের সংগ্রামের গল্পে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নবীন উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনে উচ্ছ্বসিত হয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি হলাম। আরো কী কী হলে উদ্যোক্তাদের জন্য ভালো হয়, তা আমাদের বলুন।

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে ১৫ জন উদ্যোক্তা তাঁদের আর্থিক স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ চান।

বৈঠকে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের অধিকাংশই গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্ট থেকে বিনিয়োগ নিয়ে ব্যবসা শুরু করেছেন। কেউ কেউ ইতোমধ্যেই ষষ্ঠ বা পঞ্চমবার বিনিয়োগ পেয়েছেন। উদ্যোক্তারা সামাজিক ব্যবসার প্রসারে গ্রামীণ টেলিকম ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেন এবং অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস উদ্যোক্তাদের গল্প শুনে বলেন, “আপনাদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। আপনাদের সাফল্য আমাদের নতুন উদ্যোগ গ্রহণে সাহস জোগাবে। আপনারা আরও কী কী পদক্ষেপ চান, আমাদের পরামর্শ দিন।”

উদ্যোক্তারা বলেন, সামাজিক ব্যবসার কর্মসূচিগুলোর প্রচার-প্রচারণা বাড়ানো দরকার, কারণ অনেকেই এ সুযোগ সম্পর্কে জানেন না। পাশাপাশি বিনিয়োগের সঙ্গে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তাঁরা তুলে ধরেন। তাঁরা বলেন, “দক্ষতার অভাবে অনেক ব্যবসা বড় হতে পারে না। জেলায় জেলায় কর্মশালার আয়োজন হলে আরও সফল উদ্যোক্তা তৈরি হবে।”

অধ্যাপক ইউনূস বলেন, “আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। নবীন উদ্যোক্তাদের বিনিয়োগ নিয়ে বিপদে না পড়তে এবং নিরাপদে কাজ করার নিশ্চয়তা দিতে চাই। আজকের আলোচনাগুলো আমাদের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।

নবীন উদ্যোক্তাদের সঙ্গে এ বৈঠক দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ব্যবসার প্রসারে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে।

সর্বশেষ সংবাদ

আবারো হোটচ খেল বার্সেলোনা

ফের মলিন বার্সা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে উড়তে থাকা কাতালানরা ছন্দ হারিয়েছে লা লিগায় এসে। টেবিলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ