spot_img

গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ

অবশ্যই পরুন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধোত্তর গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত রয়েছে।
ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ঘোষণার পর শুক্রবার (১৭ জানুয়ারি) দেয়া প্রথম বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধোত্তর গাজাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সে হিসেবে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনা, মৌলিক পরিষেবা প্রদান, ক্রসিং ব্যবস্থাপনা এবং যুদ্ধের বিপর্যস্ত পরিস্থিতি কাটিয়ে উঠার জন্য সব ধরনের সহযোগিতা করতে পারবে।

এই বিবৃতিটি ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ এজেন্সি প্রকাশ করেছে।

বিবৃতিতে আব্বাস সরকারের অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরাইলি প্রত্যাহারের প্রয়োজনীয়তার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।

২০০৭ সাল থেকে হামাস গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োগ করলেও ফাতাহ আন্দোলনের আধিপত্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিমতীর পরিচালনা করছে। অবশ্য কার্যত তা ইসরাইলি বাহিনীর দখলে। বর্তমানে হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ উভয়ের ভূমিকা প্রত্যাখ্যান করার বাইরে যুদ্ধোত্তর শাসনব্যবস্থা সম্পর্কে ইসরাইলের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের স্কোয়াড

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ইতোমধ্যেই অংশগ্রহণকারী ৭টি দল তাদের স্কোয়াড...

এই বিভাগের অন্যান্য সংবাদ