রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে দেশটির রাজধানী কিয়েভে একটি সম্মিলিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
শহরের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কোর মতে, বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণটি প্রতিহত করার সাথে সাথে আকাশ জুড়ে বিস্ফোরণগুলো ছড়িয়ে পড়ে, এতে আরও তিনজন আহত হয়। এছাড়া একটি শপিং মল, ব্যবসা কেন্দ্র, মেট্রো স্টেশন এবং পানি সরবরাহের পাইপও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরে দিনের আলোয় ক্ষেপণাস্ত্রের টুকরো পরীক্ষা করতে এবং একটি ট্রাকে একটি বডি ব্যাগ লোড করে নিয়ে যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত ইউক্রেনীয় মিডিয়াকে বলেছেন যে কিয়েভ লক্ষ্য করে আসা দুটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে। তবে একটিকে কম উচ্চতায় গুলি করা হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবারের হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এই যুদ্ধে যারা রাশিয়ান রাষ্ট্রকে সহায়তা করে তাদের সবাইকে এই হামলার মতোই প্রভাবশালী চাপের সম্মুখীন হতে হবে।” তবে হামলার বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হন। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠানও আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র : রয়টার্স