spot_img

হামলাকারীর ‘শাহরুখের বাড়িও টার্গেট ছিল’

অবশ্যই পরুন

মুম্বাইয়ের বান্দ্রা এলাকা বর্তমানে আতঙ্কের মুখে, কারণ নবাব বাড়িতে ঘটে গেছে এক ভয়াবহ হামলা। এত কড়া নিরাপত্তার মধ্যে ঘটনার পর পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে এবং ইতিমধ্যে ৩৫টি পৃথক তদন্ত দল গঠন করেছে। সাইফ আলী খানের বাড়িতে হামলা চালানো ওই ব্যক্তির বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হামলাকারীকে শাহরুখ খানের মান্নাতের আশপাশে চলতি সপ্তাহে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি শাহরুখের বাড়িও পর্যবেক্ষণ করার জন্য সেখানে গিয়েছিল। সাইফের ওপর হামলার পর তদন্তকারী দল মান্নাত পরিদর্শন করতে গিয়েছিল বলে জানা গেছে।

পুলিশ সূত্রে প্রকাশ, ১৪ জানুয়ারি শাহরুখ খানের বাসভবনের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। মান্নাতের পেছনের একটি ঘরে এক ব্যক্তি লোহার সিঁড়ি স্থাপন করে প্রাঙ্গণটি পর্যবেক্ষণের চেষ্টা করেছিলেন।

পুলিশের ধারণা, এই ব্যক্তি সাইফের ওপর হামলায় জড়িত থাকতে পারে। মান্নাত থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজের ব্যক্তির উচ্চতা এবং গড়ন সাইফের বাড়ির ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে মিল রয়েছে।

তদন্তকারীরা জানাচ্ছেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। মান্নাতের পাশে পাওয়া লোহার সিঁড়িটি বেশ ভারী, যা এক ব্যক্তি বহন করতে পারবে না, এটি ইঙ্গিত দেয় যে কমপক্ষে দুই থেকে তিনজন ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। যদিও শাহরুখ খান এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি, তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এদিকে, সাইফ আলী খান আগের তুলনায় অনেকটা সুস্থ হয়েছেন এবং একটু হেঁটেছেনও। তবে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি বুঝে তাঁকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের স্কোয়াড

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ইতোমধ্যেই অংশগ্রহণকারী ৭টি দল তাদের স্কোয়াড...

এই বিভাগের অন্যান্য সংবাদ