spot_img

বায়ুদূষণে আজও দ্বিতীয় ঢাকা, ৬ এলাকা ঝুঁকিপূর্ণ

অবশ্যই পরুন

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এদিন ঢাকার ৬ এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৮.৮ গুণ বেশি রয়েছে। এসময় ঢাকার গোঁড়ান (৪০০), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩৬৪), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩৪৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (৩৪৫), গুলশান লেক পার্ক (৩৩০) ও সাভারের হেমায়েতপুর (৩১২) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এছাড়া মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৯০), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৮২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৮০) এবং কল্যাণপুর (২৬৯) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

৪৬৩ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা (২৬৯), ভারতের শহর কলকাতা (২৬৫), মঙ্গোলিয়ার উলানবাটর (২১০) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সর্বশেষ সংবাদ

‌১০০ পণ্যে ভ্যাট আরোপ জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে। তিনি বলেন, চলমান অর্থনীতির সংকট...

এই বিভাগের অন্যান্য সংবাদ