spot_img

শীতে ত্বকের যত্নে ‘তেঁতুল’ কতটা উপকারী?

অবশ্যই পরুন

প্রচণ্ড তাপদাহের পর শীতের আগমন যেন জনজীবনে স্বস্তির পরশ বয়ে আনে। কিন্তু শীত সাথে কিছু রোগ-ব্যাধিও বয়ে আনে। যেমন- চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, স্বর্দি-কাশি ইত্যাদি।

তাই এই সময় ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি। শীতে ত্বক ভালো রাখতে পার্লারে গিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করেন অনেকেই। তবে তা খরচ সাপেক্ষ এবং দীর্ঘস্থায়ী হয় না।

এক্ষেত্রে ত্বক ভালো রাখতে ঘরোয়া উপকরণই উপকারে দেয়।

বিশেষজ্ঞদের মতে, তেঁতুল আমাদের ত্বকের জন্য খুব ভালো। মুখে তেঁতুল লাগালেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে। চামড়া থাকবে টানটান।

তেঁতুল প্যাক ব্যবহারের পদ্ধতি-

১। ১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ১ চামচ বেসন একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার মুখে ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে দিলেই ত্বকের কালচে ভাব দূর হবে।
২। ২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার, ১ চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

৩। গরম পানিতে তেঁতুল ফুটিয়ে তারপর ক্বাথ বের করে নিন। ক্বাথের সঙ্গে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগালে ত্বক টানটান থাকবে।

এই পদ্ধতিগুলোর যেকোনো একটি নিয়মিত ব্যবহার করলে চামড়া হবে টানটান। তবে ত্বকে অন্য কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নয়তো হতে পারে হিতে বিপরীত।

সর্বশেষ সংবাদ

‌১০০ পণ্যে ভ্যাট আরোপ জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে। তিনি বলেন, চলমান অর্থনীতির সংকট...

এই বিভাগের অন্যান্য সংবাদ