খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজস্ব জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলচ্চিত্র পরিচালক হিসেবে তার ক্যারিয়ার শুরু করার আগে তার আসল ইচ্ছা ছিল ক্রীড়া সাংবাদিক হওয়ার। সৃজিত বললেন, “এটা সত্যি, আমি ফেঁসে গেছি। আমার এত বছর ধরে ছবি বানানোর কথা ছিল না। আমি আসলে ক্রিকেট জার্নালিস্ট হতে চেয়েছিলাম সারাজীবন।”
ক্রিকেটের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরে সৃজিত জানান, “ক্রিকেট আমার জীবনের বড় প্রেম। মিউজিকের চেয়ে ক্রিকেট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এর পর আসে খাওয়া দাওয়া, তারপর চলচ্চিত্র।” সৃজিত আরও বলেন, “বেঙ্গালুরুতে থাকাকালীন, আমি যখন অ্যাক্টিভা স্কুটার চেপে ইএসপিএন অফিসের পাশ দিয়ে বাড়ি ফিরতাম, তখন থেকেই ক্রিকেট সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতাম।”
তবে সৃজিতের এই স্বপ্ন পূর্ণ হয়নি। তিনি এখন একের পর এক চলচ্চিত্র নির্মাণ করে দুই বাংলার দর্শকদের মন জয় করছেন। তার সাম্প্রতিক ছবি “সত্যি বলে সত্যি কিছু নেই” মুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে, সৃজিতের ব্যক্তিগত জীবন নিয়েও কিছু গুঞ্জন রয়েছে। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার সম্পর্ক বেশ আলোচিত। শোনা যাচ্ছে, তাদের মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে, তবে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি সৃজিত বা মিথিলা।