spot_img

চুক্তির মেয়াদ বাকি থাকতেই চাকরি ছাড়লেন পোথাস

অবশ্যই পরুন

এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে সামাজিকমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুকে পোথাস লেখেন, সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ হতো। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে, পরের গল্পে কী লেখা আছে।

বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন, অসাধারণ একটা বছর অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেটের। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।

২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল সাবেক এই প্রোটিয়া ব্যাটারের। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগেই শেষ করলেন বাংলাদেশ অধ্যায়।

২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন নিক পোথাস। এর আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা ও ২০১৮-১৯ মৌসুমে উইন্ডিজ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন এই প্রোটিয়া।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ