spot_img

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান ফারুকের

অবশ্যই পরুন

অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন– সংস্কার, নির্বাচন একসাথে চলবে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ফারুক বলেন, ১৯৯১ সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল। সেটার মতো নির্বাচন দিতে হলে অনেক সংস্কারের প্রয়োজন নেই। দেশের ইতিহাস রচনা করতে চাইলে সেটা গ্রহণযোগ্য হতে হবে। বিএনপি সেটা সমর্থন দেবে বলে জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। তার ওপর অনৈতিক ভ্যাট আরোপ করলে তারা দিশেহারা হয়ে পড়বে।

সিন্ডিকেটের কারণে হজের বিমানের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন– দেশের মানুষ ভালো থাকে, আগে সেই সংস্কার করতে হবে।

সর্বশেষ সংবাদ

তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইনআপে। আজ কলম্বোতে লক্ষ্য তাড়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ