spot_img

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরাইলি নিরাপত্তামন্ত্রীর

অবশ্যই পরুন

ইসরাইলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ বিরতি চুক্তি হলে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার তিনি এই হুঁশিয়ারি দেন। গাজায় যুদ্ধবিরতির তিনি ঘোর বিরোধী।

বেন-গাভির একটি টেলিভিশনে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘যে চুক্তিটি হতে যাচ্ছে তা অত্যন্ত বেপরোয়া চুক্তি। এই চুক্তি হলে কয়েক শ’ ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থেকে যাবে।’

তিনি আরো বলেছেন, ‘যদি এই দায়িত্বজ্ঞানহীন চুক্তিটি মন্ত্রিসভায় অনুমোদিত এবং বাস্তবায়িত হয়, তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবো।’

এর আগে বেন-গাভির চলতি সপ্তাহে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে যুদ্ধবিরতি চুক্তি রোধ করার শেষ প্রচেষ্টার সাথে তাকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরাইলের ১২০ আসনের নেসেটে বেন-গাভিরের দলের আসন সংখ্যা মাত্র ছয়টি। তারা সবাই পদত্যাগ করলেও নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে।

এর আগে দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসরাইল। আগামী ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলায় সরকারের বিবৃতি যথেষ্ট নয়: টিআইবি

আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আন্দোলনকারীদের ওপর হামলা নিয়ে সরকার যে বিবৃতি দিয়েছে, তা সময়োপযোগী হলেও যথেষ্ট নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি...

এই বিভাগের অন্যান্য সংবাদ