spot_img

জুলাই শহীদের তালিকা নিয়ে গেজেট প্রকাশ

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই গেজেটে শহীদের সংখ্যা ৮৩৪ বলে উল্লেখ করা হয়।

এটিই প্রথম গণঅভ্যুত্থানে শহীদদের চূড়ান্ত তালিকা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে তাদের মেডিকেল কেস আইডি, নাম, বাবার নাম ও ঠিকানা রয়েছে।

এর আগে গত ২১ ডিসেম্বর সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিলো। ৮৫৮ জনের নামের পাশাপাশি আহত ১১ হাজার ৫৫১ জনের নাম ছিলো।

যদিও গেজেটে শহীদদের নিহত হওয়ার নির্দিষ্ট স্থান বা তারিখ উল্লেখ করা হয়নি।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ