spot_img

সাইফের ওপর হামলাকারীর ভিডিও প্রকাশ

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসি ক্যামেরায় অভিযুক্ত যুবককে দেখা গেছে। এখনও তার পরিচয় জানা যায়নি, পুলিশ তাকে খুঁজছে।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। এ সময় তার কাঁধে ছিল ব্যাগ। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতোমধ্যে সাত সদস্যের দলও গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়।

গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ