spot_img

চিঠি পেয়েও ফেরত আসেননি কূটনীতিকরা, যা বলছে মন্ত্রণালয়

অবশ্যই পরুন

পটপরিবর্তনের পর ১৯ কূটনীতিককে ফেরত আসতে চিঠি পাঠিয়েছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়। যাদের মধ্যে বেশির ভাগ এসেছেন। তবে যারা আসেননি তারা ছুটিতে বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান তিনি। মুখপাত্র বলেন, জুলাই আগস্টে আহত ১৩ জনকে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।অতিসত্বর আরও ১৪ জনকে পাঠানো হবে।

সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ইস্যুতে তিনি বলেন, যেসব জায়গায় ১৫০ গজ মানা হয়নি তা খতিয়ে দেখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন প্রধান আমন্ত্রণ পেয়েছেন।

তিনি আরও জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যোগ দিতে আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে সৌদি

দখলদার ইসরায়েলের সঙ্গে চলতি বছরের মধ্যেই মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ