spot_img

সুনামগঞ্জে অটোরিকশাচালককে খুন, গ্রেফতার ১

অবশ্যই পরুন

সুনামগঞ্জের জামালগঞ্জে অটোরিকশাচালক আকরাম (১৭) হত্যার ঘটনায় রিপন আহমদ (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিপন আহমদ জামালগঞ্জ থানার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আলী আহমদের পুত্র।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন।

তিনি জানান– প্রাথমিকভাবে জানা যায়, আর্থিক সংকটে থাকা রিপন ঋণ পরিশোধের জন্য আকরামের রিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। গত ১১ জানুয়ারি রাতে আকরামকে অতিরিক্ত ভাড়ার প্রলোভন দেখিয়ে বরাউরা হাওরের একটি নির্জন সড়কে নিয়ে যান রিপন। সেখানে পৌঁছে তিনি ধারালো ছুরি দিয়ে অটোরিকশাচালক আকরামকে উপর্যুপরি আঘাত করেন। পরে মৃত ভেবে আকরামের দেহ রাস্তার পাশে কাদায় ফেলে দেন এবং অটোরিকশাটি কাদা থেকে তুলতে ব্যর্থ হন। পালানোর সময় নিহত আকরামের মোবাইল ফোনটি নিয়ে যান রিপন।

পরে পথচারীরা আকরামকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ১২ জানুয়ারি ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। বুধবার প্রধান আসামি রিপন আহমদকে গ্রেফতার করা হয়।

রিপনের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে এবং নিহত আকরামের ব্যবহৃত মোবাইল ফোনটি সিলেটের গোলাপগঞ্জ থেকে উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ

লস অ্যাঞ্জেলসে এবার ‘আগুনে টর্নেডোর’ শঙ্কা!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ইতিহাসের ভয়াবহ দাবানলে ধরে জ্বলছে। দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত ২৫ জন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ