spot_img

বাঁধভাঙা উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা

অবশ্যই পরুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১৫ মাসের নারকীয় তাণ্ডবের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। এমন খবরে পুরো ফিলিস্তিন উপত্যকাজুড়ে চলছে বাসিন্দাদের উল্লাস।

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল- মধ্যস্থতাকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে রাস্তায় নামেন গাজাবাসী। খান ইউনিসসহ পুরো গাজায় চলছে উল্লসিত জনতার উৎসব। দেয়া হচ্ছে বিভিন্ন স্লোগান। নেচে গেয়ে দিনটি উপভোগ করছে শিশুরাও। পোড়ানো হচ্ছে আতশবাজিও।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এ ঘোষণা দেন।

ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার সময়সীমার কথা জানান তিনি। ঘোষণায় তিনি বলেছেন, হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করেছে। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদিত চুক্তিটি রোববার থেকে কার্যকর হবে।

সর্বশেষ সংবাদ

নর্থ লন্ডন ডার্বি জয়, দুইয়ে উঠলো আর্সেনাল

ইংলিশ ফুটবলে আলোচিত দ্বৈরথগুলোর অন্যতম নর্থ লন্ডন ডার্বি। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এই ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে...

এই বিভাগের অন্যান্য সংবাদ