বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে স্বামী ডাক্তার শ্রীরাম নেনে ৬ কোটি রুপি মূল্যের একটি লাল রঙের ফেরারি উপহার দিয়ে চমকে দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো বলে, বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন এই তারকা। সেটি জানেন তার স্বামী নেন। তাই স্ত্রীকে চমকে দিতে সংগ্রহে যোগ করলেন আরও একটি লাল রঙের ফেরারি।
একটি ভিডিও দেখা গেছে লাল ফেরারিতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছে মাধুরী। নতুন গাড়িটি কিনতে গিয়েছিলেন তিনি কালো রঙের ড্রেস পরে। সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। ইনস্টাগ্রামে এরই মধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির।