ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন অত্যাধুনিক যুদ্ধজাহাজ জাগরোস। এর ফলে নৌ মিশনগুলোতে মৌলিক পরিবর্তনের সূচনা হবে বলে দাবি কর্মকর্তাদের। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন এই যুদ্ধজাহাজ বুধবার (১৫ জানুয়ারি) দেশটির নৌবাহিনীর দক্ষিণাঞ্চলীয় বহরে যুক্ত হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, এই জাহাজ ইরানের নৌ অভিযানের কৌশলে এক মৌলিক পরিবর্তন আনবে। তিনি জানান, জাগরোস সম্পূর্ণরূপে দেশীয় বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন ও নির্মিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সংস্থাগুলোর সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে।
জেনারেল বাকেরি উল্লেখ করেন, জাগরোস চালু হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের নৌবাহিনীর মিশন পরিচালনার পদ্ধতি আগের তুলনায় মৌলিকভাবে পাল্টে যাবে। এই নতুন যুদ্ধজাহাজটি ওমান সাগর, ভারত মহাসাগর, পশ্চিম এশিয়া এবং বিশ্বের অন্যান্য মহাসাগর ও সমুদ্রে মিশন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি বিভিন্ন অপারেশনে তথ্য ও গোয়েন্দা চাহিদা পূরণ করবে।
তিনি বলেন, গত ১৫ মাসের ঘটনাবলী প্রমাণ করেছে যে স্বনির্ভর দেশগুলো নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নৌবাহিনী জাহাজ নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশটি আন্তর্জাতিক জলসীমায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে এবং বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার রক্ষায় ভূমিকা রেখেছে।
এছাড়া ইরানি নৌবাহিনী রাশিয়া, চীন এবং পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে, যা তাদের যুদ্ধ প্রস্তুতি বাড়াতে সাহায্য করেছে। তারা জলদস্যুতা ও সামুদ্রিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছে এবং উদ্ধার অভিযান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা জোরদার করছে।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি