spot_img

গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

অবশ্যই পরুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর সেনারা আরো একজন সাংবাদিককে হত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইসরাইলের হাতে ২০৪ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হলেন।

গাজার গণমাধ্যম কার্যালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, গাজা শহরের শেখ রেদোয়ান এলাকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় আহত হওয়া সাংবাদিক মোহাম্মদ আল-তালমাস শাহাদাতবরণ করেছেন। তিনি বার্তা সংস্থার সাফায় কাজ করতেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ফেডারেশন অফ জার্নালিস্ট, ফেডারেশন অফ আরব জার্নালিস্ট এবং বিশ্বের অন্য সমস্ত সাংবাদিক সংস্থাকে ইসরাইলের এই ধারাবাহিক অপরাধজ্ঞের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

ইসরাইলের বর্বর সেনাদের অত্যাচার, নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মুখে গণমাধ্যমের স্বাধীনতা যাতে টিকিয়ে রাখা যায় সেজন্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি এই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

গাজার গণমাধ্যম কার্যালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে, তার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে দায়ী।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ গোলের রোমাঞ্চকর...

এই বিভাগের অন্যান্য সংবাদ