হলিউডে ইতিহাস সৃষ্টিকারী সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর স্রষ্টা জর্জ আর.আর. মার্টিনের লেখা আরেকটি গল্প নিয়ে আসছে অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা ‘ইন দ্য লস্ট ল্যান্ডস’। সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে দারুণ আগ্রহ দেখা যাচ্ছে।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিল্লা জোভোভিচ। তার চরিত্রটি শক্তিশালী যাদুকরী গ্রে এলিসের। তার গাইড বয়েস চরিত্রে অভিনয় করেছেন ডেভ বাউটিস্টা। ছবিটি পরিচালনা করেছেন ‘রেসিডেন্ট এভিল’ নির্মাতা পল ডাব্লিউ.এস. অ্যান্ডারসন।
ট্রেলারটির শুরুতেই বয়েস তাদের এক বিপজ্জনক যাত্রার কথা জানিয়ে দেন। তাকে বলতে শোনা যায়, ‘যে পৃথিবী তুমি জানো, তা এক মহান যুদ্ধের আগুনে পুড়ে গেছে। এখন যা কিছু বাকি আছে, তা হল লস্ট ল্যান্ডস।’ তারপর তারা একের পর এক বিপদ ও ভুতুড়ে প্রাণির সঙ্গে লড়াই করে তাদের অভিযান এগিয়ে নিতে থাকেন। শেষ পর্যন্ত এক রহস্যময় প্রতিপক্ষের মুখোমুখি হন গ্রে এলিস ও তার সহযাত্রীরা।
ছবিতে অ্যাকশন থাকবে ভরপুর। রহস্য ও রোমাঞ্চে ভরা অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ও নাটকীয় লড়াইয়ের বেশ কিছু দৃশ্য দেখা যাবে এতে। থাকবে অদ্ভূত ও ভয়ংকর সব প্রাণির উপস্থিতি। যার মধ্যে দুই মাথাওয়ালা সাপের একটি দৃশ্য দেখা গেছে ট্রেলারে।
ছবিটি ৭ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেমা হলে মুক্তি পাবে।