spot_img

‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’

অবশ্যই পরুন

নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন। তিনি বলেছেন, এতে এমন সুপারিশ করা হয়েছে যেন, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। দুইবার প্রধানমন্ত্রী হলে তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না বলেও সুপারিশে উল্লেখ করা হয়েছে।

সুপারিশ দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মোট ১৫০টি সুপারিশ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে আশা করি। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচনও করার সুপারিশ করেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ২০ জন প্রতিনিধি রাখার সুপারিশ করেছি।

বদিউল আলম আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ করেছি। ৫০ শতাংশ দলীয় আর ৫০ শতাংশ নির্দোলীয় প্রার্থী দেবে। সংখ্যানুপাতিক ব্যবস্থায় নির্বাচন করার সুপারিশ দিয়েছি।

তিনি আরও বলেন, নির্দলীয় রাষ্ট্রপতি করার সুপারিশ করেছি। আচরণবিধি আইন সুপারিশ করেছি। নির্বাচন কেন্দ্রিক অন্যায় যারা করেছেন, তারা যেন বিচারের আওতায় আসেন সেই সুপারিশ দিয়েছি।

বদিউল আলম বলেন, ৫ বছর পর পর রাজনৈতিক দলের পুনর্নিবন্ধন করার সুপারিশ করেছি। রাজনৈতিক দলের বিদেশি শাখার কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করেছি।

সর্বশেষ সংবাদ

চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইলো বাংলাদেশ

এবার বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ