spot_img

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক

অবশ্যই পরুন

প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, জারাক আহমেদ, আবুল কালাম রিফতিয়ার, মো. জামির হোসেন, মো. সজল আহম্মেদ ও আব্দুর রহমান রুবেল।

ব্রিফিংয়ে জানানো হয়, পরস্পর যোগসাজশে প্রতারণা করে বেড়াতো চক্রটি। তিন কোটি টাকা মূল্যের চারটি গাড়ি আত্মসাতের অভিযোগের পর পুলিশ গাড়ি উদ্ধারসহ পাঁচ প্রতারককে আটক করে। গত মঙ্গলবার রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এই গাড়িগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তেজগাঁও থেকে নদ্দার একটি শোরুমের উদ্দেশ্যে নিয়ে যায়। তবে পরবর্তী সময়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা গাড়িগুলো ফেরত দেবে না বলে জানায়। একইসঙ্গে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি এড়িয়ে চলার জন্য সতর্কতা চীনের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ