সম্প্রতি ভারতের কালনায় একটি কনসার্টে উপচেপড়া ভিড়ে পদপিষ্টে আহত হন ১০ জন দর্শক। এ ঘটনায় এবার মুখ খুললেন সংগীতশিল্পী জোজো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, রোববার (১২ জানুয়ারি) ওই কনসার্টে রাত নয়টায় মঞ্চে ওঠেন সংগীতশিল্পী জোজো। এ কনসার্টে বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছলও উপস্থিত ছিলেন। এ কারণে কনসার্টে ছিল দর্শকের উপচেপড়া ভিড়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কনসার্টের প্রবেশ গেট বন্ধ করে দেওয়া হয়। এতে দর্শকের একদল বের হতে আরেক দল ভেতরে ঢুকতে চেষ্টা করে। পুলিশও শুরু করে লাঠিচার্জ। এ কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আহত হন ১০ জন দর্শক। আহতদের হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়।
এমন অনাকাঙ্খিত ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে জোজো বলেন, পদপিষ্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি, এমন কোনো খবর আমি পাইনি। তবে হ্যাঁ, ভিড় অনেক ছিল। বিশৃঙ্খলাও ঘটে। আমার মনে হয়, আমি দীর্ঘদিন কালনায় ছিলাম না এটা একটা কারণ। আর আরও একটি বড় কারণ হলো বলিউড তারকা পলক মুচ্ছলকে কাছ থেকে দেখার আগ্রহ।
জোজো আরও বলেন, মঞ্চে গান গাওয়ার সময় এক নারীকে প্রাচীরের ওপর উঠতে দেখি। আমি তাকে হাত নাড়া না পর্যন্ত সে সেখান থেকে নামেননি। এদিকে বাঁশের ব্যারিকেট দর্শকের ভিড়ে ভেঙে গেলে এতো মানুষকে কন্ট্রোল করতে বেকায়দায় পড়বে পুলিশ। তাই যারা দাঁড়িয়ে ছিলেন তাদের প্রধান ফটকের বাইরে চলে যেতে পুলিশ লাঠি উঠিয়ে ভয় দেখান। এরপর দাঁড়িয়ে থাকা দর্শকদের বাইরে বের করে মূল ফটক বন্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা।